কিছু কিছু স্মৃতি-কণা মনের কোমল পাতার
বিস্মৃতির সজল স্রোতে বিধৌত হয়ে যায় ,
কিছু কিছু কথা-কলি ফল্গুধারার মত —
‘নাটোরের বনলতা সেন’ হয়ে গহিন মনকে ছুঁয়ে যায় ।
তোলপাড় করে মনের প্রতিটি স্তবক ।
কেন হয় ? কী আছে এই কথা-কলিতে !
গানের কলিতেও বিকশিত হয়
অব্যক্ত বেদনা-গাথা হারিয়ে যাওয়া স্মৃতির তুলিতে ।
যখনি মনে পড়ে বিজন বিকেলের পরন্ত রোদে—
‘‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’’
ডুকরে ডুকরে কেঁদে ওঠে নিঃসঙ্গ মন —
উসকে দেয় সেই ফেলে আসা দিনগুলিকেই ।
বিদ্যাসাগর মঞ্চেতে দেখা —
নৃত্যরতা কিশোরীর কণ্ঠে শোনা গান —
‘‘ও গঙ্গা বইছো কেন ?”
কাঁদিয়ে ভিজিয়ে দিল প্রাণ ।
দিন রাত ভাবিয়াছি —
এমনটা কেন হয় !
ঘটনার সাথে মোর
নেই কোন বিসর্গ পরিচয় !
তবু কেন কাঁদি ?
কেন এ মনটা ভেঙে ভেঙে হয় খান খান ।
মনের গভীরে বুঝি থাকে এই মন ,
অদৃশ্য এই অনুভূতির পাওয়া বড় কঠিন সন্ধান ।


            #############