সমাজ বদলের প্রতিশ্রুতি ছিল
সফল হয়েছি পুরোপুরি
সমাজতন্ত্রের বদলে পুঁজিবাদ কায়েম করেছি সময়ের মধ্যেই।


কৃষকের দিন শেষ করে এনেছি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের দিন
মানবতাকে বিদায় দিয়েছি
পেট পূজারী ধর্মগুরু ও
রাজনীতির নষ্টামি দিয়ে।


সংস্কৃতির বদলে এনেছি অপসংস্কৃতি
ভারতীয় টিভি সিরিয়াল
আজ নারীদের আদর্শ।


বেগম পাড়ায় পাঠিয়ে দিয়েছি বেগমদের,
ছেলেমেয়েরা সব বিদেশি বিশ্ববিদ্যালয়ে।


মাঠকে ঘাট ও ঘাটকে মাঠ বানিয়ে
সফল করেছি
মুদ্রার তারল্যসংকট।


আমি কথা দিচ্ছি প্রিয়তমা
এ দেশ থেকে শ্রমিক মজুর তাড়াবো-ই
ক্যাপিটালিজমের বিলাসী ঘরে
থাকবে না কোন চাষাভুষার চিহ্ন।


২০২২১২২০