আজ বিয়োগের খাতায়
যোগ হলো আরও একটি প্রিয় মুখ
আর কোনদিনই দেখা হবেনা , হবেনা কথাও ।
গত বছর হারিয়েছি আমার বাবাকে , তার কিছুদিন আগে
আরও এক প্রিয় মুখকে , চিরদিনের জন্য হারিয়েছি
আমার প্রিয় দু' বড় মাকে , যারা নিদারুণ অসময়ে আমার মুখে খাবার তুলে দিতেন ।
অদৃশ্য , তারহীন কাঁটাতারে বন্দি আমি এক যাযাবর
মৃত্যুও আসে চুপিচুপি ;
মৃত্যুদূতের কর্মে কোন অবহেলা নেই
মনিবের আদেশ পাওয়া মাত্রই আত্মাহীন করে দেহকে ।
নিথর পড়ে থাকে দেহটি
পরিণত হয় লাশে ।
আমি ক্লান্তপ্রাণ এক যাযাবর
হৃদয়ে রক্তক্ষরণ হয় অবিরত ,
হৃদপিন্ড ক্ষত হয়ে ঝরে লাল রক্ত
পরিণত হয় অশ্রুতে ।
মা , কতদিন হলো তোমাকে দেখিনা
প্রকৃতির অমোঘ নিয়মে সবাই চলে যাব
তোমাকে কী জীবিত দেখতে পাব ?
অথবা আমাকে তুমি ?
যেমন বাবাকে দেখতে পাইনি , দেখতে পাইনি
আমার ফুফুদেরকে - যারা আমাদেরকে প্রাণ দিয়ে ভালবাসতেন !
আমার কত প্রিয় নানীজানও চলে গেলেন
আমি দেখতে পাইনি ,
এভাবেই কী সব প্রিয় মুখ চলে যাবে !
আমি আর পাারিনা ! আর পারিনা !

বেনাপোল
০৩/০৪/২০১৭
সোমবার