সূর্যটা তুই একটু আড়াল হবি
তোর দাহে ধরনী আজ-
দাহিত হচ্ছে খুবি ।


সূর্যটা তুই হ,একটু শীতল
তোর তাপে ফাটছে জমিন
শুকিয়েছে সব জল ।


সূর্যটা তুই একটু দে হাসি
তোর শাপে ত্রাহিত আজ
করছি যে ইয়া নাফসি ।


সূর্যটা তুই একটু দূরে যা
পুড়ছি মোরা তোর ঝালাসে
শুধু গরীবকেই দিস সাজা ।


সূর্যটা তুই পাতরে একটু আঁড়ি
ভঙ ধরেছে বাতাস আজ
মোদের টিনের বাড়ি ।


সূর্যটা তুই দেখনা ক্ষণ চেয়ে
পথে মাঠে দিনমজুরের
পড়ছে যে ঘাম বেয়ে ।


সূর্যটা তুই  হ' একটু পক্ষপাত হীন
নেই যে মোদের ঘরে এসি
মোরা যে খুবই দীন ।


বেনাপোল,যশোর
০৭/০৬/২০১৫
দূপুর -২টা ২৫মি