উত্তাল জনসমুদ্র
তিনি মঞ্চে উঠলেন
সূচনা করলেন এক মহাকাব্যের
"এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ,
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম"
দীর্ঘ ও বিস্তৃত কবিতা যদি মহাকাব্য হয়
তবে বঙ্গবন্ধুর ভাষণ মহাকাব্যের সূচনা  নিশ্চয়
এ ভাষণ একটি মহাকাব্যের সূচনা মাত্র
তার পর শুরু হলো
মহাকাব্যের কাহিনি
শুরু হলো বাংলার বীরদের বীরত্ব গাঁথার ইতিহাস
সাগর সমান রক্ত বয়ে গেল
সম্ভ্রম হারালো লক্ষ লক্ষ মা-বোন
টানা নয় মাস যুদ্ধ শেষে
অর্জিত হলো স্বাধীনতা
আর এ মহাকাব্যের কবি হলেন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তার পর থেকেই
মুজিব মানেই বাংলাদেশ
আর বাংলাদেশ মানেই মুজিব


মোঃ আব্দুল হাফিজ
বেনাপোল
১৬/০৩/২০১৭