অপূর্ণতা তো তোমার প্রাপ্য নয়
কবি জীবনানন্দ নেই বলেই
আজ তুমি অবহেলিত ।


তুমি সাদা , সাধারণ দৃষ্টিতে সাদা
বিজ্ঞান বলে - সাদাতেই আছে সব রঙ
তুমিই রঙিন ।


হে সজনে ফুল বিষাদিত হয়োনা
একদিন পড়েই আছে -
তোমাকে নিয়ে মাতবে সবাই ।


কবি , প্রেমিক- প্রেমিকা আবাল বৃদ্ধ বণিতা সকলেই
ভাববে তোমাকে নিয়ে , সেদিন আসবেই ।


ভাবনার কি আছে , মনে রেখ -
আমি তো ভেবেছি , জীবনানন্দও ভেবেছিল ।


তুমি সজনে ফুল
আর কী আছে কিছু ? ঠিক তোমার মতো
সতন্ত্র বৈশিষ্টে
না নেই ।
যেমন আরেকজন জীবনানন্দ জন্ম নিবেনা , কস্মিনকালেও
আরেকজন হাফিজও হবেনা কোন কালেই ।

মোঃ আব্দুল হাফিজ
১১/০৩/২০১৭
রাত ২:০২
বেনাপোল