শীতের দাপটে কবিরা কুঁকড়ে যায়
যেমন , আমার কাছে শীত মানেই আতংক
কবিতার রসদ শব্দগুলি এলোমেলো হয়
তারপর এলোমেলো হয় অক্ষরগুলো
যেমন: ভালোবাসা উল্টে গিয়ে হয় বাসাভালো আর প্রেম হয় মপ্রে
এমনিকরেই জীবনের মধুর ক্ষণও উল্টে যায়
নির্জীব হয়ে যায় যৌবনের ধার


শীত শেষে যখন বসন্ত আসে
প্রাণ পুলকিত হয় নব আনন্দে
শব্দ ও অক্ষরগুলো আর এলোমেলো হয়না
কবিতা আসে আড়মোড়া ভেঙ্গে


বেনাপোল
৭ অগ্রহায়ণ ১৪২৩
২১/১১/২০১৬