মুড়ি নেই, নেই মুড়কি
আছে প্যাঁচা, আছে কেটকি
মোয়া নেই, নেই বাতাসা
আশা নেই, আছে হতাশা।


নববর্ষের নামে
একি আজব কাণ্ড
হুশ হারিয়ে
ঐতিহ্যকে করছে লণ্ডভণ্ড।


বৈশাখ নিয়ে ধর্মের দোহাই
বাঙালি শুধু কষ্ট পোহাই!
প্রগতির আতিশয্যে
কুসংস্কার সামনে ধাই
বাঙালি শুধু কষ্ট পোহাই।


বৈশাখ আছে, রসগোল্লা নাই
লাল-নীল রঙ নাই
বাঙালি শুধু কষ্ট পোহাই।


নাই গরুগাড়ি, নাই মাথাল
আছে শুধু মুখোশ ও
মুখোশধারী কিছু ভণ্ড মাতাল।


নাই কোন  সহানুভূতি
নাই সাংস্কৃতিক অনুভূতি
আছে শুধু প্রগতির অপকীর্তি
চারিদিকে ধর্মের দোহাই
বাঙালি শুধু কষ্ট পোহাই।


এ-ই আমাদের নববর্ষ
এ আমাদের বৈশাখ
লাঠি দিয়ে গোল থামাই
বাঙালি শুধু কষ্ট পোহাই।