"করোনা" কে নিয়ে এত আতঙ্কিত কেন?
তোমার মাথার উপরে মৃত্যু এক ন্যানো সেকেন্ডে কয়েকশত বার ঘুরপাক খাচ্ছে
তাতে তুমি আতঙ্কিত নও।
একবার খবর নিয়ে দেখ গত তিনদিনে সড়ক দুর্ঘটনায় কতগুলো তাজা প্রাণ ঝরে গেছে
"করোনা", "করোনা" করোনা
তোমার চারপাশে কতগুলো যানবাহন আছে
করোনার চাইতেও ভয়াবহ তারা।
খবর নিয়ে দেখ সারা পৃথিবীর হার্ট এটাকের সংখ্যা
অথবা স্ট্রোক
করোনার চাইতেও কী প্রাণঘাতী নয় এসব রোগ?
মৃত্যু যদি তোমার করোনাতেই থাকে
তুমি  কি পালাতে পারবে?
পারবেনা, কোনভাবেই পারবেনা
পালাবার ঠিকানা তোমার নেই
মনে রেখ সাবধানের যেমন ম্যার নেই
তেমন মারের ও সাবধান নেই।
মৃত্যুইতো স্বাভাবিক, মরতেই হবে
বরং বেঁচে আছ, বেঁচে আছি এখনো,
এটাই কি অস্বাভাবিক নয়?
দেহ থেকে আত্মা বিছিন্ন হবেই,
তবে মৃত্যু কে তোমার কি জন্য এত ভয়?
মৃত্যু কে ভয় পেয়ো না
হাসিমুখে গ্রহণ করতে শেখ৷


#বেনাপোল
১২/১২/২০২০