মৃত্যু এবং সত্য , গাঁথা একই সূত্রে
মৃত্যুই নিঁখুত -
নেই এর কোন সময় ক্ষণ :
সহসাই করতে হয় আলিঙ্গন
বাঁচার মতো বাঁচতে হলে
সত্যের পথে দাও জীবন মেলে
মিথ্যা সর্বদাই পরাজিত
তবুও , সত্য অবহেলিত ।
সত্যের হবেই হবে জয় -
মিথ্যা যাবে ভাগাড়ে
মৃত্যুই নিখুঁত
নিখুঁতই সত্য
সত্যের হবেই জয় একদিন,
চেপে মিথ্যার ঘাড়ে।


বেনাপোল
১৭/০৪/২০১৫