কোন একদিন দূর পথে ভ্রমণে
ভেতরে জেগে উঠল অদম্য ইচ্ছা , পেয়ারা খেতে হবে
অথচ ভ্রমণ পূর্বেই ক্যাম্পাসে বসে খেয়েছিলাম পূর্ণ পেট ভাত
ক্ষুধা ছিলনা পেটে সামান্যতম
অথচ পেয়ারা খাবার আকুতি এত কেন ?
এ ছিলনা পেটের ক্ষুধা মোটেও
মনের ক্ষুধাই জানান দিয়েছিল তখন
শেষমেষ কি আর করা
নেমে পড়লাম গাড়ি থেকে
রাস্তার ধারে একটি পেয়ারা খেলাম কেটে
মনে হলো কতদিনের স্বপ্ন সাধ পূরণ হলো ।
মানুষ পেটে আর খাই কতটুকু
পেট পুরলেই তো থেমে যেতে হয়
কিন্তু মনের চাহিদা কী মেটে কখনও ?
যেমনটা ভালোবাসা !


বেনাপোল
১৭/০৭/২০১৭