এক পাক্ষিক ভালোবাসা ভালোবাসা নয়
প্রেমিক প্রেমিকার উভয়েরই
সম্মতি প্রয়োজন
না হলে ভালোবাসা হয় না।
ভিতরে গুমোট বেঁধে যায়
পরিণতি হয় বিষাদময় গল্পের।
কবিতাও তেমনি
কবির কাছে কবিতার থিম আসে
কবি চুপ থাকলে কবিতা চলে যায়
একবার গেলে কোনমতেই ফিরে আসে না।
মারাত্মক অভিমান নিয়ে যায়
আল্ট্রা ডাইমেনশন ডৌরের মত
চিরতরে হারিয়ে যায়।
প্রেমিক বা প্রেমিকা চলে গেলে
তবুও ফিরে আসতে পারে
অভিমান ভেঙে ফিরে আসে।
কবি নির্লিপ্ত হলে
কবিতা চলে যায়
আর আসে না।
শব্দগুলো জটলা পাকিয়ে যায়
আর গুছিয়ে উঠানো যায়না।
কল্পবিজ্ঞান আল্ট্রা ডাইমেনশন ডৌর
বাস্তবতায় রূপ নেয়।
ঠিক শ্রাবণের বর্ষার মতো
ঝরে মিলিয়ে যায়
ঝলমলিয়ে উঠে চতুর্দিক
তার দেখা আর কস্মিনকালেও মিলে না।
মানুষের মরে চিরতরে হারিয়ে যাওয়ার মতো
কবিতাও হারিয়ে যায়।
মানুষের মৃত্যুর পর একটা গন্তব্য আছে -
অনন্তকাল।
হারিয়ে যাওয়া কবিতার গন্তব্য
অজানা
বাতাসে মিলিয়ে যায়।
কবি তখন শব্দগুলো নিয়ে বাক্য হাতড়াই
কেবল হাতড়িয়ে চলে
তাল মিলে না।
অবশেষে
কবি এক আকাশ শূন্যতা নিয়ে
বিষাদের ছবি আঁকে।


©মোঃ আব্দুল হাফিজ
২৪/০৭/২০২২


#বেনাপোল