কবি হতে ভয় পাই
কবিদের একটা বড় শত্রু আছে
কবিতার ভাষা না বুঝেই আক্রমণ করে
কুপিয়ে মেরে ফেলে
রক্তাক্ত করে ফেলে বাংলার পবিত্র জমিন
কবি হতে ভয় পাই
কবিদের প্রধানতম শত্রু কর্কট রোগ
এটা করেনা কোন বাছবিচার
প্রতিষ্ঠিত কবি , পদক প্রাপ্ত কবি
শিক্ষানবীশ কবি সকলকেই ধরাশয়ী করে
একেবারে ফুসফুস পর্যন্ত ছিঁড়েখুঁটে খাই
কখনো দেহের ভেতরে সরু অলি গলিতে
তাদের অবৈধ বিচরণ
এবং শেষমেশ রক্তের উপরে রাজত্ব
মৃত্যু নিশ্চিত করেই তবে ক্ষান্ত হয়
এমনকি কবর পর্যন্ত ধেয়ে যায়
কবি হতে ভীষণ ভয় পাই
তবু লেখার লোভ সামলাতে পারিনা
কাজের ফাঁকে ফাঁকে
রাত জেগে লিখে যাই
কবিতার আকর্ষণ ভয়ংকর
শক্তিশালী চম্বুকও হার মানে
তাইতো কবিরা লিখেই যায় !


বেনাপোল
২১ ভাদ্র ১৪২৩
০৫/০৯/২০১৬