কবিতার কাছে সত্য গোপন করা যায়না,
এতকাল ধরে কবিতা লিখে যাচ্ছি
লাইনের পর লাইন -
কেউ কেউ লিখছে এক লক্ষ, দু'লক্ষ বা তারও বেশি শব্দের উপন্যাস
কি হলো এত কবিতা, এত গল্প,এত উপন্যাস লিখে?
তার চেয়ে বরং আমি যদি একজন কৃষক হতাম
আমার ফলানো ফলে বুভুক্ষু মানুষের
ক্ষুধা মিটতো
আমি যদি অনন্ত একটা নিমগাছ লাগাতাম
তার ছায়ায় মানুষ শীতল হতো, ঔষধি গাছের একটা চাহিদা মিটতো
পাখির দল আসতো সে গাছের ফাঁকে
প্রজাপতি নাচতো স্বচ্ছ পাখনা দুলিয়ে
আমি যদি হাজার হাজার লাইন কবিতা না লিখে -
পড়তে না জানা, লিখতে না জানা
মানুষের পাশে দাঁড়াতাম
অবুঝ মানুষের গায়ে গা ঘেষে
একটা একটা করে অক্ষর শিখাতাম
নাম লিখাতে পারতাম
বই পড়াতে পারতাম
তাহলে তো তারাও কবিতা পড়তো
গল্প পড়তো
কত অজানাকে জানতো।
হাজার  হাজার লাইন কবিতা না লিখে
যদি মানুষ হওয়ার মিছিলে থাকতাম
তবে মানুষ হতাম
আমার মানুষ হয়ে উঠতে খুব ইচ্ছে হই
আমি মানুষ হলে, আরও কত-শত মানুষ, মানুষ হয়ে উঠতো
আমি যদি কবি না হয়ে প্রকাণ্ড একটা দেয়াল হতাম
চিনের গ্রেট ওয়ালের মতো অথবা তারও চেয়ে প্রকাণ্ড ;
তাহলে মানুষের সামনে এসে দাঁড়াতাম
যেন আর কেউ মানুষ মারতে না পারে।
আমি মানুষের পক্ষে আছি
আমি গাছের পক্ষে আছি
আমি মা ও মাটির পক্ষে আছি
তাই এখন আর হাজারো লাইন কবিতা লিখতে চাইনা।
আগে মানুষের পক্ষে
মানুষের জন্যে
উপাদানগুলোকে বপন করতে চাই।


#বেনাপোল
২৮/১০/২০২০