আত্মহত্যা আমি করিনি
যা শুনেছিস, তা সব-ই ভুল
আমার জীবদ্দশায় আমাকে
সকলেই ভুল বুঝতো।
আমার প্রিয়তমা, আত্মীয়স্বজন
সকলেই,
এমনকি প্রাপ্য সম্মানটুকুও দেয়নি।
তবে সত্য চাপা থাকে না
মৃত্যুর পর আমাকে নিয়ে সকলেই তোড়জোড়ে ব্যস্ত
এর মধ্যে ভালোবাসা যেমন আছে,
আছে ধান্ধাবাজি।
আমি হেলেনকে নকল করিনি
হেলেনের পটভূমি অন্য ধাঁচের
বনলতার বিষয়বস্তু
মানুষকে ভাবায় অন্য এক জগতের।
বনলতায় আছে দেশ, কাল, প্রকৃতি
আছে নির্মোহ ভালোবাসার হাতছানি।
তোরা যা বলিস তা সত্য নয়
ট্রামের তলে আমি জীবন দেয়নি
ট্রাম আমাকে তলায় নামিয়েছিল।
আমি নদী থেকে সমুদ্রের দিকে
ছুটে গেলাম। মিশে গেলাম সমুদ্রে।
ব্যাস এটুকুই।
হাতে ডাব নিয়ে কেউ আত্মহত্যা করে কি?
আমি তো ছিলাম ক্লান্ত পথিক
ডাবের জল দিয়ে নিজেকে জিরচ্ছিলাম কেবল।
বিশ্বাস কর বা না কর
আমি আত্মহত্যা করিনি।
আমি জীবনকে খুব ভালোবাসতাম
প্রকৃতি ছিল আমার প্রেম।
এ ভালোবাসা, এ প্রেম রেখে
আমি কোন দুঃখে মরতে যাবো?
যাক, আমি আর সময় দিতে পারছি না
আমাকে যেতে হবে।
ও কবি, তুই একটু বলে দিস সবাইকে
গলা ছেড়ে, চিৎকার করে বলে দিস
আমার প্রিয় কবি মরে গেছে, মরেনি।
তুই বলে দিস -
শঙ্খচিল হয়ে কোনো এক তীরে আমি
ফিরে আসি
আমি ফিরে আসি কখনো মেঘ হয়ে
আমি ফিরে আসি ভাদ্রের ভাঁটের দলে
আমি ফিরে আসি কখনো ধান শালিকের বেশে
আমি কখনো ফিরে আসি প্রকৃতির নগ্ন নির্জন হাতের ইশারায়।


© Md Abdul Hafiz
প্রিয় কবি জীবনানন্দ  দাশের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি।


ছবিঃ গুগোলের থেকে চেয়ে নেওয়া