বিষন্ন আকাশ মাঝে মাঝে কেঁদে ফেলে
সুষ্মিতা -
এত বড় আকাশ !  
তবুও কাঁদে ।
কাঁদলেই তো বুকের চাপা কষ্ট হালকা হয়ে যায় ।
তুমিও যদি এমনভাবে কাঁদতে
হালকা হয়ে যেত তোমার বুকের চাপা কষ্ট
আকাশ কাঁদে বলেই তো -
খরা - জ্বরা পৃথিবী ফিরে পায় নতুন প্রাণ
আকাশ কাঁদে বলেই তো -
গাছেরা আবার জেগে ওঠে
আকাশ কাঁদে বলেই তো -
জমিন সিক্ত হয়
এবং জমিন সিক্ত হয় বলেই তো
মানুষ বাঁচার প্রেরণা পায় !
সুষ্মিতা , আকাশ আরও কাঁদুক
সাথে তুমিও কাঁদো , কাঁদতেই থাকো
চাপা কষ্ট দূর না হওয়া পর্যন্ত ।


বেনাপোল
০১/০৬/২০১৭