ভিতরে জমিন ফাটা পিপাসা
দেখে কি কেউ?
কিসের পিপাসা তোমার বলতো?
এত ভান করো কেন সুনন্দা?
তোমার ভালোই জানা আছে।
সে পিপাসা শব্দ নিয়ে খেলার
সে পিপাসা কবিতার!
হ্যাঁ, তুমি কবিতা নিয়েই পড়ে থাকলে
আমার কথা ভাবার সময় কোথায়?
আরে না, পাগলী কোথাকার!
আমার কবিতার মাঝেই তো তুমি থাকো সবসময়।
তোমাকে ভাবী বলেই না
কবিতায় ডুবে থাকি।
তুমিও কবিতায় ডুব দাও
আমি খুঁজে নিব তোমায় নিমিষেই।
হয়েছে। বেশ হয়েছে!
ঢং-এ, রঙে কাটিয়ে দিলে জীবনটা
আহ! সুনন্দা কেন বুঝনা
তোমার জন্যেই তো টিকে আছে
আমার জীবনের রঙটা!


©মোঃ আব্দুল হাফিজ


#বেনাপোল
২২/০৭/২০২২