(১)
আকাশ ফুঁড়ে যাব আমি
আমার বন্ধুর বাড়ি ,
বন্ধু আমার আছে বসে
নাওয়া খাওয়া ছাড়ি।


(২)
মুক্ত আকাশ , মুক্ত বাতাস
মুক্ত মনের মুক্ত প্রকাশ-
আনো হে -শান্তি জীবনে
দাও মুক্তি , দাও হে শক্তি
করো হে উদ্ভাসিত মোরে ,
করি যেন , যা কিছু ভালো
আমার দেশের তরে ॥


(৩)
ভালোবাসা !
সে তো নীল, নীল বেদনা ।
ভালোবাসো - ই  যদি , থাকো দূরে-
বাহুডোরে, মোরে বেঁধোনা।


বেনাপোল
যশোর
০৪/০৫/২০১৫