সেদিন কবেই গেছে
কেউ সামনে কেউ বা পিছে।
এ দিনে আর থাকে না কেউই পিছনে
এগুতে চাই শুধুই সামনে।
সামনে বা পিছনে
সে যাই হোক,
তবুও আছি বেঁচে বর্তে
খুব চাই না বেশি এ জীবনে।
ছোট জীবন
বড় মরণ।
কখন আসে কিভাবে
জানেনা কেউ, জানে না সন্তরণ।
মিলে মিশে ছিলাম
এখনো আছি, থাকবো-ও তাই
মৃত্যুর আগে গেয়ে যাবো
জীবনের গান সদাসর্বদাই।
সে দিন আর আসবে না ফিরে
না আসুক, তাতে কি?
অন্তরে যা আছে তা মুছে কি?
০৯/০৮/২০২৩
বুধবার
২৪ শ্রাবণ ১৪৩০