ফায়ার সার্ভিসের আওয়াজ কানে আসে ,
আগুন লেগেছে হয়তো বা কোন বাড়িতে
সব জ্বলে পুড়ে হচ্ছে ছারখার অথবা ঝলসে যাচ্ছে কোন গৃহের মানুষ ।
কেউ কেউ ঝলসে যায় -
মনের আগুনে তবুও চুপচাপ বসে থাকে
কোন গাড়ি আসেনা আগুন নেভাতে ।
এ আগুন পানিতে নিভে না
দাউদাউ করে জ্বলতেই থাকে
অদৃশ্য সে আগুন
লেলিহান শিখা আকাশ ছুঁয়ে যায়
শুধুই নিজে পোড়ে , অন্যকে পোড়ায় না
ফায়ার সার্ভিস বড্ড অসহায় , অক্ষম
অযথা সাইরেন বাজাতেই থাকে
এ তো , বিরহের আগুন , সাধ্য আছেই বা কার
যে নিভাবে !


বেনাপোল
০৩/০৭/২০১৭