তোমার গুণগুণ শুনে
চৈত্রের দুপুরও থমকে যায় ;
তোমার চুলের ঘ্রাণ
সকালে দখিনা বাতাস আনে ।
তোমার সৌম্য চাহনি
রাত কে সংক্ষিপ্ত করে দেয় ;
তোমার বাঁধভাঙ্গা মিষ্টি কণ্ঠে
মিষ্টি কণ্ঠী কোকিল তার গান
থামিয়ে দেয় ।
দুপুর থামলে থামুক
কোকিল থেমে গেলেও আমার কিছুই আসে যায়না
আমি বৈশাখি ঝড়ের মত আছড়ে পড়বই ।


দুপুর ১২ : ৪০
১৫ চৈত্র ১৪২৩