গণতাণ্ত্রিক বিপ্লবের অপেক্ষায়
গুনছি দিন
নুন আছে তো পান্তা নাই
জীবন আছে তো জীবিকা নাই
কমছে মান, বাড়ছে অসন্মান।
হেমন্ত শুধু ছোঁয়া দিয়ে যায়
সুখের অনুভূতি আসতে না আসতেই
দুঃখেরা মিছিল করে
শ্লোগানে কানের পর্দার বেহাল অবস্হা  
সম্মুখে বসন্তের হাতছানি
মনে জাগে আনন্দ
তবুও সংশয় , দ্বিধা ও অনিশ্চয়তা
বসন্ত আসবে জানি
আসবে কি ফিরে জীবনমান ?
পেনি বা মুদ্রায় নয় -
সম্মানের !


বেনাপোল
১৪ অগ্রহায়ন ১৪২৩
২৮/১১/২০১৬