গাছের পাতাগুলোতে সবুজের আনন্দ
উঁকি দিয়ে জানান দেয় বসন্তের আগমন
দূর গ্রামের একান্নবর্তী ভিটে মাটিতে
গাছ গাছালিতে টিন অথবা খড়ের ছাউনিতে
পাখ পাখালীর সুরেলা গীতে
বসন্ত ছুঁয়ে যায় ।
পল্লি বাড়ির অথবা ছোট কোন শহরের উপকণ্ঠে জানালার কাঠে , কাঁচে পাখিদের
ঠুকঠাক শব্দে অবোধ শিশুও জেগে ওঠে
জেগে উঠেই স্বর্গীয় হাসি হাসে
ভোরের মিষ্টি রোদের ঝলকানিও হার মানে
স্নেহময়ী মা ও সন্তানের হাসিতে স্বর্গ নেমে আসে মাটিতে
বুঝতে আর বাকী থাকেনা
মধুর বসন্ত এসেছে ।


স্থান ও কাল
নাভারণ ও ঝিকড়গাছার পথে লোকাল বাস  
২৪ মাঘ ১৪২২
০৬/০২/২০১৬