গরীবী তুমি ছেলে না মেয়ে,
আমি জানি তুমি এক সুন্দরী মেয়ে,
জীবন ভাই,আমায় আজ কানেকানে বলে,
তোমায় কালরাত্রে নাকি উন্মুক্ত দেখেছে ছেলের বেশে সেই ত্রিমুখী রাস্তার পাশে,
বলো না তুমি, ছেলে না মেয়ে।
তুমি নাকি পথেরকাঁটা প্রায় সবাই বলে,
না,আমি মানি না।
তোমার ঘরের সন্তানরা আজ বইয়ের পাতায় পাতায়,আর অনেকে আবার বিশ্বজয় করেছে,
তুমি আছো বলে তো মানবতা আছে,
আমায় তবু বলো না তুমি ছেলে না মেয়ে।