সময় বলে আমার সাথে তুমি চলো,যদি পিছিয়ে যাও বন্ধু ধ্বংস হয়ে যাবে যে।
যৌবন বলে আমাকে আর পাবি না মনে করে,অসময়ে যদি উপভোগ করো,তোমাকে দেখে সবাই ছিঃ ছিঃ করবে যে।
চরিত্র বলে তুমি যেমন চলবে, তেমন প্রকাশ হবো আমি সবার সামনে।
শিক্ষা বলে আমি প্রদীপ আছি,অন্ধকারে আমায় নিয়ে যাও,আলোতে আলোকিত হবে যে চারপাশ।
ভালোবাসা বলে আমি ইন্ধন আছি,জীবন গাড়ি আমায় ছাড়া চলতে পারে না যে।
সেবা বলে আমি মানুষকে মানব করি,হৃদয় ঘরে আমাকে রেখে তুমি চলো। ভুলবে না তোমাকে সমাজ, রেখে যাবে স্মৃতির ঘরে।