ছোট আমার হাত দুটা,
হাতের কাজ কিন্তু ছোট নয়।
ছোট আমার চক্ষু দুটা,
দৃষ্টিতে কিন্তু ছোট নয়।
ছোট আমার মাথাটা,
মগজ কিন্তু ছোট নয়।
ছোট আমার স্বাস নালিটা,
স্বাসের ক্ষমতা কিন্তু ছোট নয়।
ছোট আমার বুকের মনটা তবু,
চিন্তাধারা কিন্তু ছোট নয়।
ছোট আমার শরীর আকারটা,
কর্মে কিন্তু ছোট নয়।
ছোট আমার হৃদয় ঘরটা তবু,
বহু গুণে কিন্তু ছোট নয়।


ছোট আমার বন্ধুর পথকে জেনো,
ছোট সে যে মোটেই নয়।
ছোট আমার বরাককে ভাবছো তবু,
সবক্ষেত্রে বরাক কিন্তু পিছনে নয়।
ছোট আমার বাংলাকে ভাবছো তবু,
বাংলায় নোবেল কিন্তু ছোট নয়।
ছোট আমার বাংলাদেশ বটে,
সাহিত্যে কিন্তু ছোট নয়।
ছোট আমার জনগণে বিশ্ব বাংলাভাষী তবু,
দেড় মিনিটে একটি কবিতা জন্ম কিন্ত ছোট নয়।
ছোট আমার জীবনটুকু বটে,
মানবসেবায় কিন্তু মরতে চাই।
ছোট আমার শব্দগুলি,
মানবসেবায় কিন্তু বহুকে টেনে আনতে পারে।
ছোট আমার পা দুটি ইচ্ছা হলে,
করতে পারে কিন্তু বিশ্বজয়।