আধুনিক বিয়াবাড়ী রঙের টানাটানি,
মেয়েদের রঙিন পোশাকাদি, তরুণদের হাততালি,
লজ্জাবতী চোখগুলি আজ তোমার করছে প্রদর্শনী, ঠোঁটে-ঠোঁটে চাইনিজ লিস্টিক লেগে,
কথারটানে লিস্টিক যাচ্ছে কলিজায়।
হাত দুটি বালায় ভরা,কানের ফুল কান ঘেরা,
হাতে-হাতে ছয়-আট ইঞ্চির অ্যান্ড্রয়েড মামা,
দলে-দলে চলছে সেলফি...
আর ভিডিওগ্রাফির প্রতিযোগিতা।
বিয়াবাড়ীর অজানা সুন্দরীদের যোগাযোগের নং পাবে কি করে?
তা নিয়ে চলছে দলে মিলে পরিকল্পনা।


হাতে-চুলে রঙবেরঙের মেহেন্দি মেখে অস্থায়ী আইরিশরূপে নিজেকে দেখাতে পারবে,
আর হয়তো তোমার মত চিন্তাধারার অর্ধেক মানুষ তোমার খুবই প্রশংসা করবে।
নিজেকে তখন সিনেমার অভিনেতার মত ভাবতে পারো...
মনের ঘরে স্থায়ী অভিনেত্রীর ডাক আসবে,
কিন্তু সম্ভবত সেই বিয়ার ঘরে অস্থায়ী পাবে...
হোয়াটস্আফ কিংবা ফেবুতে প্রোফাইল ছবি দিয়ে শতাধিক লাইক বা মন্তব্য পাবে।
কিন্তু,হে বন্ধু প্রকৃত মানব হতে পারবে কি?
প্রকৃত মানব গুণের জন্ম বিয়াবাড়ীর নাট্যমেলায় নয়,
ইহা তো বংশের সৎকাজ ও ঈশ্বরপ্রদত্ত।
বিয়াবাড়ীর রঙের মেলা দেখে,আমি অনেকবার কাঁদি,
ওদের পবিত্রা গর্ভ থেকে সুবাঙালী আসবে কি করে?