ভালোবাসি তোমায় রক্তের স্রোতে,
তোমার সাথে চলতে চাই সেই জানা-অজেনা পথে,
তোমার নামে আমার পরিচয় হবে,
হা হা,তাই তো আমার কামনা নয়।
তোমার দুঃখকে আমি ভাগাভাগি করতে চাই,
তোমার দুঃখ-কষ্টকে আমি সুখে পরিবর্তন করতে চাই,
তোমার সুখে আমি খুশী,
তোমার সুখে তুমি একা চলতে চাও,
বুঝেছি গো তোমার মডার্ন বন্ধুত্বের ভাষা।


মানুষ মানুষের তরে শুনেছি তোমার গল্পে অনেকবার,
মানব সেবার তাগিদে আমার জন্ম,
এখন বুঝতে পেরেছি গো।
মিথ্যাভাষণ তোমার মুখে,
আমি আর শুনতে চাই নি,
তোমার সাথে জীবনপথে কোনো মিল নেই,
অযোগ্য আমি...।
আঁখিদুটি একটু পূর্বে ফুটেছে আমার,
বড্ড বড্ড ভাষণ রাজনীতির অঙ্গ,
যাদুর কলম দিয়ে আজকাল অনেক ব্যক্তিগত আই কার্ড বানাতে চায়;
যাদুর কলম তো দূর,পকেট এখন আমার কলম শূন্য।


অযোগ্যের প্রমাণপত্র ইন্টারনেট দিচ্ছে আজ,
যোগ্য বন্ধুবর্গের সভায় আজ জীবন অবহেলিত,
অযোগ্য যখনি যোগ্য হবে,তখন...!
জীবন কেঁদেছে অনেকবার অযোগ্যের বিভাজনে,
প্রচেষ্টারত এখনি...।
প্রথমে যোগ্যতা অর্জনসহ রাজনীতির মাধ্যমে, মানব সেবাকে বন্ধুত্বরূপে গড়তে চায়।
ভাবী বন্ধু জীবনের অনাথাশ্রম, বৃদ্ধাশ্রম,হাসপাতাল ও স্কুলকলেজ,
সমবয়সী বন্ধুদের চেয়ে কমবয়সী শিশু বন্ধু উত্তম।
সমাজ আজকাল বন্ধু হতে চায়,কিন্তু প্রকৃত বন্ধুত্বগুণের অধিকারী নামমাত্র।