ডিজিটাল আলোকচিত্রে আজি সারি সারি হিতাকাঙক্ষী মুগ্ধ,
স্বয়ং জীবনই তার প্রতিচিত্রকে এইরূপ দিয়েছে,
ডিজিটাল হলো আঙুল দিয়ে গণনার নমুনা।
মম মিতালিয়ানরা আজি বুদ্ধিমত্তার পথিক,
তথ্য প্রযুক্তি নির্ভর দেশ চাই আমি,
প্রকৃত তথ্য আহরণ করতে হলে,
অন্ধকারকে প্রথমে আলোকে পরিবর্তন করো।।
*
*
কতই অগণিত অভাগা আছে আমারই পরিবেশে,
রোজগারহীন জীবন কাটাচ্ছে আশা নিয়ে,
জব কার্ড পেয়েছে ওরা অনেক ভিক্ষা করে।
শত দিনের কর্মের আশায় এখনিই বসে আছে,
খাদ্যনালীয় রোগে ভুগছে ওরা প্রতিক্ষণ,
বাসস্থানের অভাবে,এখনি ওরা নৌকায় আছে।
ডিজিটাল পদ্ধতিতে রোগ সরানোর ঔষধ
বাবু কি তোমার জানা আছে?
*
*
শিক্ষা ব্যতীত সমাজ অন্ধকার,
তাই,ওরা শিক্ষার পূজা করে;
তুমিও পূজ্যমান হবে,যদি কর্মে দেবতার রুপ ধারণ করো।
সুতা-কম্বল চায় না ওরা,শুধু চায় সন্তানের শিক্ষার সুব্যবস্থা;
তারা চায় না ডিজিটাল আলোকচিত্রের ইতিহাস,
শুধু চায় পানীয়জলের সুব্যবস্থা হোক ঘরে-ঘরে,
তারা অগণিত স্বপ্ন দেখেছে রাত্রি ও দিন-দুপুরে;
সুতা-কম্বল ও ডিজিটালের স্বপ্নে এখন তারা আর নয়।
*
*
মৌখারাবাসি আজি স্বপ্নতে নয়,কর্মতে বিশ্বাসী হতে চায়;
অধিক স্বপ্ন দেখা,অনেকবার ধ্বংসের কারণ হয়।
উন্নতির শিকড়ে পৌছতে হলে,সবার হাত ধরে চলতে শিখো;
দেশ তখনি ডিজিটাল হবে যখন,
প্রত্যক গ্রামের সর্ব উন্নতি হবো।
ও সেই উন্নতির খুশিতে আমি বিজয়পথের আত্মকথা,
একখানা কবিতার মাধ্যমে প্রকাশ করবো।।