পর ধনে আনন্দ পেতে চায় না সরল ,
শুধু চায়,এ সরল হোক সৎপথের পথিক।
আঁখি বর্তমান, কেন করবো
অন্ধের ভান;
আমার ধর্ম হলো শান্তি ও বিশ্বাস,
কেন উগ্রবাদী আমি হবো?
সরলের কর্মে যেন হয়,
পরিবার তাহারি পরিচয়।
বদন সাদা, আর অন্তরমহল কালো;
দেহযষ্টি সরলবাবুর এইতো নয়।
কর্মতে লহু হয়,লহুতে বংশ
প্রাণ থাকনে কর্মকে শ্রদ্ধা করো।