জীবন মানেই সংগ্রাম,
হানার ভাগ্যে যা আছে
তাই হবে;
কষ্টে কান্না তার পক্ষে
আমি নয়।
হাসতে চাও যদি প্রথমে
কান্নাকে জয় করো।।


জীবন মানে অগ্নিশিখা,
জীবন মানে সহ্যক্ষমতা;
জীবন মানে ভালোবাসার
মাঝে বিশ্বপ্রেমকে খোঁজা।
হে জীবন ভয় করো না,
জীবন মানে অজানা পথের
সন্ধান করা।
জীবন মানে অন্যের উপকার করা।।


জীবন চলতে চায় প্রচেষ্টার পথে,
তাই জীবন হানা এখন সরল পথিক।
জীবনপথের আত্মকথা বলছে বাপু,
মিসাইল,ও খোকন সোনা,
তাই, ওদের জানা পথের মূলমন্ত্র
আরও শুনতে চায়।।