ওরা কষ্ট করে দিন রাত,
আশা আছে মানুষ করব বলে,
আছে জানা মানুষ তো কর্মে অনেক ভাগ;
জীবনতুল্য হবে মোরার সন্তান।
শিখাবো প্রথমে ঐক্যের গান,
মেহনতি হবো মোরা, আনব ফল;
গড়বো তাকে মোদের স্বপ্নের সমান।
দিব উৎসাহ প্রতিক্ষণ,
সে যেন তাড়াতাড়ি.....
হাঁটা শিখতে পারে।


দিব শিক্ষা তাকে যে,
ব্যঞ্জনধ্বনি প্রকট করতে আসে স্বরধ্বনি,
বলে দিব,সূর্যোদয় হয় এই পূর্ব দিকে;
যাবে অস্ত ঐ দিকে।
শিখাবো ওকে, শ্রদ্ধা হল গুরুজন ও বড়দের প্রতি,
স্নেহ ও ভালোবাসা ছোটদের প্রতি।
মন্ত্রগাঁথা থাকে যেন ওর হৃদয়ে,
মিথ্যাভাষণ ও অহংকার,ইহা পতনের অঙ্গ।


দেখে দেও,এই সোনালী ধান্যভরা মাঠ,
বসন্তের মহিমা, ও বিশাল চা বাগান;
নিশ্চয়, সে প্রকৃতির মায়া বুঝবে।
বুঝিয়ে দিবে, পূর্বেকার রাজার দেশ জয় কি ছিল?
বিশ্ব এখন কলম- কম্পিউটারে।


ওকে বলো,মোরা জন্ম- মৃত্যুধারী,
জন্ম যেন বৃথা না হয়,
বিরাজমান করে যেন,ওর হৃদয়ে কিছু করার;
গড়বো মোরা,ওকে দিয়ে নতুন সমাজ।।