ভাষা আমার মায়ের তুল্য
ভাষা  আমার হৃদয়।
তোমার তরে শিখেছি বলা
তোমার তরে মাঁ।।
বাঙালী আমার পরিচয় গো মাঁ
বাংলা আমার গৌরব।।


তোমার তরে কত জীবন দিলা
আছে তা প্রমাণ বরাক ও বাংলায়।।
ছিলাম যখন শিশু আমি
কান্না  করি আ-ই দিয়ে;
এত মধুর কান্না পুনরায় পাবো কি আমি।।
তোমার মত মধুর ভাষা
কেহ পাবে না গো এই ধরায়।


তোমার তরে দিলা যাঁরা প্রাণ
ওদের সবাইকে শ্রদ্ধের সহিত;
জানাই এই অবুঝ জীবনের সালাম।।
রাখব তাঁহাদের নাম হৃদয়ে
করে যাব ভাষা শহীদ স্টেশন, শিলচর
তাঁহাদের নাম।।
মাগো তোমার তরে জন্ম আমার
আমার মরণ যেন হয়
তোঁমার গৌরব রক্ষার্থে।।