সমাজ করেছে অবহেলা যারে,
সে তো আজ চন্দ্রপথে।
মোঘল সম্রাট করছে অবহেলা
দিয়েছে দুইশতেক শাসনাধীন।
যায় সহজ, আসে কঠিন দিন,
তবুও পূর্ণ ভারতমন্ত্র জাগ্রত নাই
দেখে গান্ধীজী অবাক
করো বা মরো,বলে
শুরু হয় বিজয়রাগ।
মোঘলের অবহেলার উপহার
অন্ত হয় দুইশত বছর পার হয়ে।
তাই জীবন,অবহেলা করু না,
উত্তান-পতন তো তার তরে।