শান্ত নদীর তীরে শান্ত সবুজ
উপরে নীল আরো নীল আকাশে
চাঁদের আড়ষ্টতা
যেন মলিন লজ্জাবতীর লজ্জাস্ন ভিজে শরীর
ওদিকে রাতের আঁধার ঘনিয়ে আসে ক্রমাগত
মেঘ কেটে কেটে লুকোচুরি খেলায় মাতে
সহস্র যুগের অনন্ত আঁধার
যেন ফণা তুলে দাঁড়িয়ে নাগিনি
অথচ সবেমাত্র ভোর হলো
আসসালাতু মিনাল খাইরুন নাও
দ্রোহধ্বনির মাদল বাজে
নিশাতুর চোখ আরও প্রগাঢ় আন্দোলিত  
সঙ্গম সেরে ক্লান্ত যুবকের আবেশি ঘুম
স্নান সেরে যুবতীর গর্বের হাসি