আমার লাশ পরে আছে
লাশ কাটার ঘরে।
ডোম তৈরি,
অথচ উত্কট দুর্গন্ধ আবদ্ধ দেয়ালজুড়ে
নিশ্চল নির্বাক আমার রক্ত উপশিরা।
তামাটে শরীর পশমে আবৃত বুক বলে আমিও তোমাদের মতোই যুবক ছিলাম,
তোমাদের মতোই ভাই ছিলাম।
অথচ,
ক্রসফায়ার নামক রাষ্ট্রীয় সন্ত্রাসের উন্মুক্ত উদ্ধতের আমি বলি ।
মায়ের আর্তনাদ,বোনের বুকফাটা আহাজারি,
টিভি স্ক্রলে ক্রমাগত প্রচার ভয়ঙ্কর বন্দুক যুদ্ধে নিহত এক বিদ্রোহী।
সর্বৈব মিথ্যে তবে আংশিক সত্য এইযে,
আমিও বিদ্রোহী ছিলাম।
অথচ নিরস্ত্র ছিল আমার হাত,
বুকের জমিনে সমাজতন্ত্র!
পকেটে মুক্তির জন্য লেখা মুক্ত ছন্দে মুক্তির অবিন্যস্ত কবিতা-
অথচ লাশ কাটার ঘরে আমি নির্জীব।