যে রুখে দাঁড়াবে প্রতিবাদ সুরে ভাঙবে জগৎ বাঁধ,
তার তরে আজ লিখে গেলাম আমার আর্তনাদ।
কে দাঁড়াবে আজ ফিলিস্তিনের পাশে হইয়া ওমর ও আলী?
কে ধরিবে আজ ইসলামের রজ্জু,
ইমানের পথে জগৎ ত্যাগী,
দুনিয়া হবে তুচ্ছ যার কাছে,
কে হবে মোদের চোখের মনি,
ফরিয়াদ শুধু আজ তার কাছে
মরিতেছে ভাই আজকে আমার
পাশে নাই মোরা কেউ
হাহুতাস করি,মন মরা হয়ে
চোখেতে বিশাল অশ্রু জল নিয়ে
এক সমুদ্র ঢেউ
অভিশাপ দিলাম তোমায়
তুমি থাকো আজ অট্টালিকায়
এদিকে তোমার জাত ভাই দেখি
ক্ষুধার জ্বালায় কাতর হয়ে
ফুটপাতেতে ঘুমায়
নিজেকে ভাবো পীর আউলিয়া
বেহেস্ত এতোই সোজা??
যাও পরপারে দেখিবে তখন
কাধেতে তোমার হাজারো পাপের বোঝা