হঠাৎ আমি উধাও হবো,
তোমার মায়ার বাঁধন ছিঁড়ে।
তোমায় ছেড়ে একলা আমি,
উধাও হবো।
যে আঁচলে বেঁধেছো আমায়
তা যাবে এমনেই খুলে।
ব্যথার সাগর উতলে উঠবে, তোমার মনে।
ডাকবে তুমি ব্যথার স্বরে।
শুনবো হয় তো, উঠবো না তো।
এমন ঘুম আর ভাঙ্গবে না তো।
ছুঁয়ে ছুয়ে, কাঁদবে তুমি।
তোমার কোলে শিয়র খানি,
হবে ভারী।ভিজবে তোমার চোখের জলে।
ফুটবে কত জুঁই চমেলী।
সূর্য কিরণ উদাস দুপুর,
ঘরের কাজে মন উদাসী।
আমার স্মৃতি গিলে খাবে, তোমায় জানি।


সাঁঝের বেলা  ঘরে ফিরবে, সব পাখিরা
আমি ফিরবো না তো।
গোধূলী হয়ে দেখবো তোমায়।
তুমি দেখবেনা তো।
খুঁজবে আমায় দৃষ্টির ভেতর।
জোৎস্না রাতে, শ্লথ সময়  
আসবো ঘরে ছায়া মতো
আমার কায়া ছুঁতে গেলে
মিশে যাবে............


যে সাগরের ঢেউয়ে দোলে,
দুলছো তুমি,  প্রাণ খুলে।
নীরব হয়ে থাকবে, তোমার বুকে
তুমি কাঁদবে। শুধু কাঁদবে।


বৃষ্টি ভেজা, ভোরের শিশির
ঝাউ বনে, আর গাছের ডালে
অসময়ে ভুতুম পেঁচা।
"হুস হুস।"  তারিয়ে দেবে।
হয় তো বা, আমি। চিনবে না তো।
কাঁদবে শুধু আমায় ভেবে।


কুয়াশার ধূন্দ্রজালে দেখবে তুমি আমায় যখন
দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে
মিথ্যে সবই, মিথ্যে স্বপন।
আমায় ভেবে তুমি তখন
তুমি কাঁদবে। শুধু কাঁদবে।