তুই কি আমার, চোখের ভাষা বুঝিস নারে?
তুই কি আমার মনের কথা শুনিস নারে?


তুই যে আমার চোখ ভরা স্বপ্ন।
তুই যে আমার খেয়া ঘাটের সোনার তরী।
তুই আামার রাত জাগা রুপালী চাঁদ।
তুই যে আমার কবিতার  শব্দ বীজ।
তোর বুকে বুনে দিলে কবিতার গাছ হয়।
কবিতা ফলন হয়।
তুই যে আমার সুখ দুঃখ মনের কষ্ট।
তুই যে আমার যৌবনের উত্তাল  ঢেউ।
মধ্য রাতের বাঁশির সুর।
সকালের প্রথম সূর্য।


হাওর জলে ভেসে থাকা রাজহংসী।
শামুকের ভেতর লুকিয়ে থাকা শরীর।
আমি সারা দিন তোকে খুঁজি।
সারা দিন তোকে ভাবি।
তোকে নিজের মতো আঁকি।


তুই কি আমায় একটু খানি বুঝিস নারে?
তুই কি আমায় অতটুকু ভালবাসি নারে?
তোর আকাশে রোজ --- আমি চেয়ে থাকি।
তোর কাছে রোজ দু হাত পাতি।
কাঙ্গালের মত চেয়ে থাকি..