সত্যদা তুমি কবে আসবে বাড়ী?
মিথ্যেদা তো সারাদিন  ঘরে, দোরে
মাঠে আর ঘাটে,
সেই দিন বললো, কি জানো?
"তোর সত্যদা মরে গেছে শীত লক্ষ্যায় ডুবে।
এই দেখ,চিতার গন্ধ গায়ে।শ্মশানে পুড়ে এলাম ।"
মিথ্যদার মিথ্যাচারে খুঁজি দ্বারে দ্বারে।
সত্যদা তুমি কবে আসবে বাড়ী?
কোথায় থাকো আর কত দূরে?
খুঁজে খুঁজে ক্লান্ত বড়।
মিথ্যেদা বললো কি জানো?
"তোর সত্যদা আর ফিরবেনা।
মিছিলে গুলি খেয়ে,সে যে গেছে মরে।"
না, না,না মিথ্যা তুমি, মিথ্যা বলো।
 আমি রোজই  দেখি, লন্ঠন হাতে
সত্যদা ছুটে তো ছুটে....
আঁধার পথ আলোয় ভরছে...
বন পেরিয়ে, পাহাড় ডিঙ্গে, ঢেউয়ের সাথে যুদ্ধ করে
আসছে..... আসছে....আসছে....
সত্যদা একদিন দেখো,ফিরে আসবে বাড়ী।