মেয়েঃ থাক থাক থাক দুরে থাক
                    মনে কথা মনে রাখ।
প্রেমের কাঁদা দিসনে আমার  গায়
             প্রেমে নাকি লজ্জা শরম খায়।


ছেলেঃ তোর দেখি বুদ্ধি কাঁচা
            কথা কি সবাই সাচা?
           রজকিনী আর চন্ডিদাসে
          মজছে তারা কিসের রসে।?


  মেয়েঃ পুরুষ তুই বুঝবি নারে
             জাত কুল সব যায় যদি রে।
             ভয়ে কাঁপে বুকের পাজার
               বাবায় দিবো জ্যান্ত কবর।


ছেলেঃ আয় বানু একটু কাছে
           প্রেমের দোলায় মনটা নাচে।


মেয়েঃ না না না থাক তো দুরে
          ডাকিস নাতো প্রেমের সুরে।


ছেলেঃআনছি ফিতা রেশমি চুড়ি
             দিবো কিন্না ঢাকার  শাড়ি।


মেয়েঃচাই না আমি ঐ সব তোর
          ফাঁদ পাতিছো বড় সুন্দর।
          কাম নাই ভাই হাত ছেড়ে দে
           পড়বো না তো প্রেমের ফাঁদে।


ছেলেঃমাথার কিরা খাইলাম তোর
                 রাখবো বুকে,  জীবন ভর।
                     বাঁধবো ঘর পদ্মার চরে
          রানীর মতোন রাখবো তোরে।


মেয়েঃমন ফুর ফুর কিসে টানে
          প্রেমের হাওয়া লাগছে প্রানে।
           ঘুম নাই যে চোখের পাতায়
           তোমায় দেখি যে দিক তাকায়।