(উৎসর্গঃ সেই তোমাকে।যার কবিতা শুধু আমাকে খোঁজে)


এই প্রথম মনে হলো,কেউ আমাকে ভালোবাসে
পথের ধারে অপেক্ষায় শিউলি ফুলের মালা হাতে।
শীতে কাঁপে, পথ চেয়ে অধর্য্য চোখে।
এতদিন শুধু  খেলেছি প্রণয় খেলা, হৃদয়ে হৃদয়ের
হয়নি দেখা অরুদ্ধ ঘরে।
শুধু ছিলো চেয়ে থাকা, ভালো লাগা
এই প্রথম হেসেছে আমায় দেখে
এই প্রথম, কপাট খোলার শব্দ এলো কানে
চোখের পাতা পাঁপড়ি গোলাপের
এই প্রথম , গন্ধ পেলাম  নারীর
মনে হলো তাকে আমি এই প্রথম দেখছি
এই প্রথম শিহরণ খেলেছে, অন্তর্যামী
বসত করেছে বুকের  নিঝুম দ্বীপে
আর জলের ঝপটার শব্দ শুনিনে।
শুনি তার হাসির শব্দ,শুনি ফাল্গুনের গান
জোছনাকুমারী আসে নিকুঞ্জবনে
নেচে গেয়ে খেলে ,সারা রাত ভরে
দিনের শেষে আহার সন্ধানী পাখিকে বলে,
"আর নয়। চলো ফিরি ঘরে।"
এই প্রথম মনে হলো,আমাকে ভালোবাসে।
ফুলের ভেতর মধু ছিলো,ভোমর ঘুরে ঘুরে উড়ে ছিলো তাই।
ভাবনা এত মধুর হয়নি কোন কালে আর
এই প্রথম আমার হাত ধরে বললো,
আমি তোমাকে ভালোবাসি।
এত শ্রুতি কথা কেউ বলেনি  আর কোন দিন
এই প্রথম শুনি  তাহার কন্ঠে,
ভালোবাসি, ভালোবাসি।