আবার যেন জন্মি আমরা
তুমি স্বর্ণলতা, আমি কোন বৃক্ষ
জড়িয়ে থাকবে সারাক্ষণ।
মানুষ না হই,আক্ষেপ নেই কোন
মানুষ হয়ে লাভ কি আমাদের?
বিবেকের কাছে ধর্ষিত
আবার যেন জন্মি দুজন
আমি পুকুর, তুমি পদ্মফুল
সারাক্ষণ ভাসবে বুকের উপরে।
মৃদু মৃদু ঢেউয়ের দোলায়,
দোলবে প্রেমের স্পন্দনে
মানুষ না হই,আক্ষেপ নেই কোন
মানুষ হয়ে লাভ কি আমাদের?
তোমাকে  স্পর্শ করতে পারি?
তুমি যদি চন্দ্র হও।আমি না হয়
মৃত্তিকা হয়ে
মিশে থাকবো পৃথিবীর বুকে
তোমার জোছনায় ভিজবো
আবার যেন জন্মি
তোমার কবরের দূর্বাঘাস হয়ে
নিস্তব্ধ শিহরের পাশের শিমুল গাছ
মানুষ না হই, আক্ষেপ নেই কোন
আবার যেন জন্মি আমি, তোমার বুকে
ভালোবাসার মতো।