তুমি হাসলে, পৃথিবীর বড় সুখ। অসুখের প্রহর শেষ।
আলোক রশ্মি ছড়িয়ে পরে অন্ধকার চিলেকোঠায়।
প্রকম্পিত হয় দশদিক।আনন্দের উচ্ছাসে।
একাকীত্ব কাফনে মোড়া জীবন থেকে বেরিয়ে আসে জীবন।
বা গালে টোল পড়া বৃত্তে চির কালের দুর্লতা আমার
ঠোঁটের উপর কালো তিলক।গোলাপি ঠোঁট, মুক্তোদানা হাসির অপেক্ষায় আজন্ম কাল আমি।
চিত্রা হরিণীর ন্যায় চোখ  দুটোয়।
ডুবে ডুবে ভেসে ওঠি। চোখে চোখ রেখে।
তুমি আমার দেখা সবচে' আকর্ষিত  চুমবক।
আকরিকের মতো কাছে টানো আরো কাছে
।তোমার প্রেমের মধ্যাকর্ষণ  শক্তি।নিউটনে সূত্র মতে
শেষ আলোক বর্ষ থেকে আমি আঁচড়ে পরি। তোমার বুকের উপর।প্রভুভক্ত ইচ্ছে প্রদিক্ষন করে তোমাকে অক্ষপথে। অস্হির শক্তি, ধীরে ধীরে
দেহের ভাঁজে মিশে,।আকাঙ্খার গাণিতিক হার। বাড়েতে থাকে চাহিদা। সিন্ধু উপত্যকার মৃত সভ্যতায় আবিস্কার করি তোমাকে।