একবার যদি ফিরে আসো
আর কোনদিন হারাতে দেবোনা তোমাকে।
যদি ফিরে আসো তুমি।
তোমার হাত ধরে, পালাবো এ জীবন থেকে
ন্যাংটা ছেলেদের দলে।
ঝুপ করে লাফিয়ে পড়বো হিজলের ডালে থেকে
ঝিলের জলে।বালিহাঁসের মতো ভেসে যাবো
কিশোরীর,ঘোলা জলে।
বেখায়ালী  তরুণীর মাঝে
ডুবে যাবো।একেবারে ডুবে যাবো।
হাতের মুঠি খুলে দাঁড়িয়ে যাবো আবারো,
মাটির টিলায়, তালমিশ্রি মুখে
শঙ্খচিলের ডানার মতো মেলে দেবো দু'হাত
ছুঁয়ে দেবো নীলিমার সাদা মেঘ।
তোমাকে যদি আবারো ফিরে পাই।
পালাবো কংক্রিট, আর পাথরে চাপা আমি।
আউশের ক্ষেতে।আমনের কাদা মাখা মাটিতে
ফুলের বুকে ভোমরের গানে।
যদি ফিরে আসো সময়ে দেয়াল ডিঙ্গে
আবারো সংসার পাতাবো,বাঁশ ঝাড়ে।
এলেবেলে সংসারে,কত অভিমান, কত জ্বালাতন
শাপলা ফুলের সাতনরী হার
ভেজাবে মিছে চোখের জলে।
যদি ফিরে আসো সোনালী দুপুরে
ঘূর্ণি হাওয়ার মতো, লাটাই  সূতো  ছেড়ে দেবো
স্বপ্নের ঘুড়িতে।
তুমি শুধু একবার ফিরে আসো।
একবার।
হারাতে দেবোনা তোমাকে।