একদিন  এসো বাড়ি
রৌদ্দুর পরা বিকেলে।
অপ্রত্যাশিত অতিথি  তুমি।
আশ্চর্য চোখে দেখে নেবো কিছুক্ষণ।


তার পর
পৌষের পড়ন্ত বেলার স্নিগ্ধ রৌদ্দুর মাখানো।
শিমুল গাছের ফালিতে বসে,
চা খাবো দুজন।আঁড় চোখে, চোখাচোখি।
একটু  শিহরণ, ভয় কাঁপা ঠোঁট চায়ের কাপে।
গল্পে আনমনে অগোছালো কথা।
দেখবে, একটি ডাহুক পাগলের মতো ডাহুকী খুঁজে,


সাঝের বেলা, সাথী হারা পাখি আত্মচিৎকার।
আকাশের ব্যথার নীল।
আঘাতে থেঁতলানো হৃদপিন্ড,
মমি ভেতর বেঁচে থাকা জীবন।


তুমি একদিন আমার বাড়ি এসো।
হয়তো স্বইচ্ছায় অথবা ভুলক্রমে।
অচেনা পথিক।দেখে যেও,
জলন্ত সূর্য ডুবে মধুমতি নদীর কূলে।
অসংখ্য স্বপ্নের আত্মাহুতি।
জোছনা রাহু গ্রাসে উঠানে,
দোজখের আগুন  এ পাশ ওপাশে।
পাপ মহাপাপ,
পবিত্র প্রেম  দোজখের আগুন।


এসো কোন একদিন
মধুমতির পাড়ে।আমার বাড়ি।
দেখে যেও।জোড়া ভাঙ্গা ডাহুকের কান্না।