তুমি পানি। তুমি জল।
         দ্বন্দটা শুধু আমার মাঝে।
আমার হাত সোজাসুজি রাখি।
তোমার বুকের উপর।
                    এ পারে তুমি। ও পারেও তুমি
                     এ পারে জল। ও পারে পানি
                     এ পারে পানি। ও পারে জল।
কত গুলো ডেলা মলা  হাত ডিঙ্গিয়ে এ পারে আসে।
অশুদ্ধ বলে তাড়িয়ে দেই ওপারে।
ও পারের গুলো এ পারে আসে।
অপবিত্রতা ভয়ে দুর দুর করি।
হাত তুলে নিলে,
                      তুমি জল। তুমি পানি।
               বা  
                     তুমি পানি। তুমি জল।
ক্ষোভে ক্রোধে কাটে গ্যাচর গ্যাচ।তোমার বুক।
আমার   নির্দেশিকা   আঙ্গুলে।
ব্যর্থ চেষ্ঠার পর আবারো অবিভক্ত শরীর তোমার।
ঘৃনা আর ঘৃনিত বিষে স্নায়ু চেপে ধরে,
তোমার মুখোমুখি দাঁড়িয়ে থাকি।
মাথা উপর হাত অনুভুত হয়।


শ্রার্বন্তী।
ডান চোখে পানি টুপ টুপ  পরছে।
                                   তো পরছে।
কয়েকটি ধার করা। গন্ধহীন ঘাস ফুল হাতে দিয়ে বল্লাম"
কাঁদছো কেন? আমি তো আছি।"
এমনেই ডান পাশে জড়িয়ে ধরে আমাকে।
বাম চোখে জল সিক্ত। ঝর ঝর করে পরছে।
                                                  তো পরছে।
আমি বাম পাশে জড়িয়ে বল্লাম,
"কাঁদছো কেন?আমি তো আছি।"