বলছি তো, অত অভিমানের দরকার কি?
অযথা কষ্ট পাওয়ার, চোখের পাতা ভেজানো।
হাতের রুমাল।
এত যত্নের  চোখের কাজল ধুয়ে গেলো,
রাত জেগে, আমাকে ভাবার দরকারটা কি?
চোখের নিচে কালি জমছে।
এ যে ক'দিন ধরে, বিষন্নতায় ভুগছো।
জ্বরে কত কষ্ট পেলে।
অযথাই ওঝা, কবিরাজ, ডাক্তার।
প্যাথলজি  পরীক্ষায় কোন
রোগের সংক্রমণ পেয়েছে?
কিছুই পায়নি।
অযথা তোমাকে নিয়ে টানা হেঁচড়া।
এম্বুলেন্সের বিকৃত শব্দ


প্রতিদিন, মাথা ব্যথায় শুয়ে থাকো।
নিক্স, বাম মাখো কপালে।
শ্বাস কষ্ট হয় বুঝি?
কি প্রয়োজন আমাকে ভেবে অসুস্থ হওয়া?