সেই কবেকার অনামিকা তুমি। সেই কবে
অনেক কিছু  মুছে গেলো জীবনের
কত স্বপ্ন, কত কথা চাঁপা পড়ে
সময়ের দেয়ালে।
পথ,কত মেঠোপথ হারায়।
 বুনোহাঁস বুকে আশা নিয়ে
মিশে, নদীর পলি মাটিতে।
মায়াবী কত মুখ  ভেজে রক্ত ইতিহাসে।
সেই কবেকার,  অনামিকা।
চোখে তার প্রেম ভরা নেশা
 বিদিশা রাত্রির অন্ধকারে অনন্ত যৌবনে।
হাসি হাসি মুখ তার, মায়া ভরা অহমিকা।
সেই কবেকার, অনামিকা বায়।
ফিরে আসে বার বার, মুখোমুখি
নিরব নির্বিচার, আষাঢ়ের ঘন ঘটা চোখে।
সেই কবেকার,দেখা।
পথে -ঘাটে, গঞ্জ -হাটে,
দিগন্ত জোড়া উম্মুক্ত মাঠে।
সভা সমিতি মিছিলে মিছিলে
কৈশোরের কাঁচা রৌদ্র মাখা শরীর।
ডাকে...........
ভাসা ভাসা চোখে
কবেকার,  অনামিকা রায়।