একদিন।শুধু আমি ছিলাম,
আমি তুমি আমরা হলাম।
আমার মাঝে তুমি হলে
তোমার মাঝে আমি।
তোমার আমার মিলন মিলে
বিশাল একটি আকাশ হলে।
আকাশ জুড়ে স্বপ্ন তারা।
পাখি হয়ে,
উড়ে উড়ে ক্লান্ত হলাম।
যখন মেঘ হয়ে যাই,
বৃষ্টি হয়ে গড়িয়ে পড়ি, সবুজ পাতায়।
নদী  হয়ে মিশে যাই,  এক মোহনায়
তুমি,আমি এবং জীবন।


আমি যখন শুধু আমি ছিলাম,
মাথার উপর ছাদ ছিলোনা।
এমন নরম হাত ছিলোনা।
আদর, সোহাগ, প্রেম ছিলোনা।
আমি শুধু আমি ছিলাম,
এ ঘর ও ঘর  বসত ছিলো।
মানুষ গুলো  নিরস ছিলো।
আদর করে কেউ বলেনি,
বুকের মাঝে লুকিয়ে আমি।


আমি, তুমি আমরা হলাম।
আকাশ হলো,পাহাড় হলো
নদী হলো, ডুবে যাই।
ভেসে উঠি তোমার বুকে।